ঢাকা | জুন ২৮, ২০২৪ - ৩:৫০ অপরাহ্ন

পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১৬

  • আপডেট: Monday, June 24, 2024 - 11:12 am

অনলাইন ডেস্ক: চাঁদপুরে পাসপোর্ট অফিসের দালাল চক্রের মূলহোতা মো. ইয়াসিনসহ ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার র্যাব-১১ কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, একজন নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ করে পাসপোর্টপ্রাপ্তি সব নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময়ে অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও পাসপোর্ট পায়নি মর্মে লিখিত ও মৌখিক অভিযোগ করে। অভিযোগের সত্যতা যাচাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে তরপুরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দালাল নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

সোনালী/ সা