ঢাকা | নভেম্বর ২২, ২০২৪ - ৭:৩১ অপরাহ্ন

গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • আপডেট: Monday, June 24, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবলী নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি দেয়া বন্ধ করা এবং দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সোমবার সকাল ১০টায় মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে সিনিয়র সাংবাদিক মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, আবদুস সাত্তার ডলার, শেখ রহমতুল্লাহ ও শামীউল আলীম।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক সামাদ খান, বিএফইউজের সাবেক সদস্য জাবীদ অপু, আরটিজেএ’র কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সোহান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালীদের লুটপাটের চিত্র উন্মোচনে গণমাধ্যমের গুটিকয়েক কর্মী কাজ করছেন। তাদের কণ্ঠরোধ করতে নানা তৎপরতা চলছে। সাংবাদিকদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের পাশাপাশি তাদের হত্যার হুমকিও দেয়া হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা গণমাধ্যমে সাধারণ মানুষের অধিকার, দুর্নীতি, অনিয়মের চিত্র তুলে ধরতে কাজ করেন। সেই লেখনি কোনো অপশক্তি বন্ধ করতে পারবে না।

সোনালী/জেআর