তানোরে ২৩ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে ২৩ বছর পর ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানায় পলাতক ১ আসামীকে গ্রেপ্তার করেছেন তানোর থানা পুলিশ। তার নাম কামরুল ইসলাম (৪৮)।
তিনি তানোর উপজেলার কলমা ইউপির অমৃতপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের পুত্র। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এএসআই ফজলে রাব্বী সংগীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ২০০১ সালে গ্রামের একটি মারামারীর ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বর জিআর মামলা -৬২২/২০০১। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আদালত ওই মামলায় তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় বসবাস করছিলেন। গ্রেপ্তারী পরোয়ানা মুলে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো। ঈদের আগে তিনি গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে তানোর উপজেলার অমৃতপুর গ্রামস্থ নিজ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জের হাজতে প্রেরণ করা হয়েছে বরেও জানান ওসি আব্দুর রহিম।
সোনালী/ সা