ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৩৮ পূর্বাহ্ন

ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা কমিটির সভা

  • আপডেট: Saturday, June 22, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে নাটোর জেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, সম্পাদকমন্ডলীর সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল করিম, সদস্য বুলবুল আহমেদ, বিশ্বনাথ বিশু, মাহবুব আলম, মজিবুর রহমান প্রমুখ।

সভায় আগামী ২৫ জুন সকাল ১১টায় প্রস্তাবিত বাজেটকে কেন্দ্র করে সমাবেশ করার সিন্ধান্ত হয়। এছাড়া আগামী ১৩ জুলাই প্রয়াত কমরেড মিজানুর রহমান মিজানের শোক সভা করারও সিন্ধান্ত নেয়া হয়।