ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৩:১২ অপরাহ্ন

মোটরসাইকেল থেকে নামিয়ে যুবলীগ নেতাকে হত্যা

  • আপডেট: Saturday, June 22, 2024 - 11:20 am

অনলাইন ডেস্ক: পাবনার সুজানগরে মোটরসাইকেল থেকে নামিয়ে আল আমিন মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রানিনগর ইউনিয়নের রানিনগর ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আল আমিন উপজেলার রানিনগর ইউনিয়নের মৃত শহিদুর রহমান মিয়ার ছেলে। তিনি রানিনগর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে যুবলীগ নেতা আল আমিন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে আসছিলেন। পথিমধ্যে রানিনগর ক্লাবের সামনে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, আল আমিন মিয়া রানিনগর ইউনিয়ন যুবলীগের সদস্য। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

সোনালী/ সা