ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ১:০০ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে ২ হাজার ফুট গভীর খাদে বিআরটিসি ট্রাক, নিহত ১

  • আপডেট: Saturday, June 22, 2024 - 11:12 am

অনলাইন ডেস্ক: বান্দরবানের থানচিতে জীবননগর সড়কে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ হাজার ফুট গভীর খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, হতাহতদের উদ্ধার কাজ চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সোনালী/ সা