ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:১৮ অপরাহ্ন

শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল এনজিওকর্মীর

  • আপডেট: Friday, June 21, 2024 - 7:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার গোছা বাজারে অটোরিকশা উলটে কমরেশ সরকার (৪২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার রায়পুর এলাকার অধীর চন্দ্র সরকারে ছেলে।

পুলিশ জানায়, কামারগাঁও থেকে কেশরহাটগামী একটি অটোরিকশার যাত্রী ছিলেন কমরেশ। পথে গোছাবাজার এলাকায় অটোরিকশাটি উলটে যায়। এ সময় কমরেশ গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কমরেশকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ বিষয়ে মোহনপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই কমরেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সোনালী/ সা