ঢাকা | এপ্রিল ৯, ২০২৫ - ৯:৫৫ অপরাহ্ন

রাসেলস ভাইপার হত্যা, সাপের ছোবলে কৃষকের মৃত্যু

  • আপডেট: Friday, June 21, 2024 - 8:10 pm

ডেস্ক:  ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের বাদাম ক্ষেতে রাসেলস ভাইপারকে পিটিয়ে মেরেছেন এক কৃষক। শুক্রবার (২১ জুন) দুপুরে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ঢোলার চর এলাকায় সাপটিকে পিটিয়ে মারা হয়।

এদিকে সাপের ছোবলে হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩৮ দাগ এলাকার পরেশউল্লা ব্যাপারীর ছেলে।

শুক্রবার (২১ জুন) বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

হোসেন ব্যাপারী রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছেন বলে দাবি করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য খালেক মাতবর। এ বিষয়ে কোনো চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে বিকেলে একই এলাকার ইমারত জমাদ্দার নামে এক ব্যক্তিকে সাপে কামড়িয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানিয়েছেন, দুপুরে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আইজউদ্দিন মাতবরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা মুরাদ মোল্লা একই ইউনিয়নের ঢোলার চরে বাদাম ক্ষেত দেখতে যান। গিয়ে দেখতে পান ক্ষেতের মধ্যে কিছু বাদাম গাছ নড়াচড়া করছে।

একটু এগিয়ে গিয়ে দেখেন সাপ রয়েছে। তাৎক্ষণিক ক্ষেতে থাকা একটি ডাল দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন তিনি। পরে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় সাপটি নিয়ে আসেন এবং ঘাটের পাশেই মাটিতে পুঁতে ফেলা হয়।

যে রাসেলস ভাইপারটি মারা হয়েছে, তার পেটে একাধিক বাচ্চা ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

Proudly Designed by: Softs Cloud