ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম

যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার শঙ্কা

  • আপডেট: Friday, June 21, 2024 - 3:14 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গত ছয় দিনে নদীতে ১৮৪ সেন্টিমিটার পানি বেড়েছে। সকালে পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধিতে উপজেলার নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এতে চরাঞ্চলের বাসিন্দারা বন্যার আতঙ্কে রয়েছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সাখাওয়াত হোসেন বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের জন্য যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত কমে যাওয়ার পর দুদিন পর্যন্ত পানি বাড়বে। তারপর থেকে পানি আবারও কমতে শুরু করবে। নদীতে পানি বৃদ্ধি পেলেও এ নিয়ে জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন।

 

সোনালী/ সা