ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:১৪ পূর্বাহ্ন

অটোরিকশা বোঝাই সাড়ে ৯০০ কেজি ভারতীয় চিনি জব্দ

  • আপডেট: Friday, June 21, 2024 - 2:58 pm

অনলাইন ডেস্ক: সীমান্ত থেকে নিয়ে আসার পথে দুটি অটোরিকশা বোঝাই চোরাচালানের সাড়ে ৯০০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধায় সুনামগঞ্জের তাহিরপর উপজেলার সীমান্তগামী সড়ক মাণিগাঁও থেকে ওই চিনির চালান জব্দ করা হয়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, উপজেলার সীমান্ত সড়ক মাণিগাঁও সড়কের ওপর দুটি অটোরিকশা বোঝাই চোরাচালানের চিনি আসছিল বৃহস্পতিবার সন্ধায়। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম অভিযান চালিয়ে মাণিগাঁও সড়কের ওপর থেকে অটোরিকশাসহ সাড়ে ৯০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

এ সময় অটো রিক্সায় থাকা চালকগণ ও চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। চোরাকারবারিদের শনাক্ত করে পরববর্তীতে আইন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

জব্দ তালিকা মূলে দুটি অটোরিকশা ও চিনির মূল্য প্রায় ৩ লাখ ৫৪ হাজার টাকা।

 

সোনালী/ সা