ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:১৫ পূর্বাহ্ন

সাংবাদিক মহিম মিজানকে ছাত্রলীগ নেতার হুমকি, ক্র্যাবের প্রতিবাদ

  • আপডেট: Thursday, June 20, 2024 - 10:46 am

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও বেসরকারি টেলিভিশন -৭১ এর বিশেষ প্রতিনিধি মহিম মিজানকে ঝিনাইদহে এক জনসভায় ছাত্রলীগ নেতা হুমকি দিয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্র্যাব।

ক্র্যাবের দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার বলেন, ক্র্যাব এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। ক্র্যাব মনে করে এ ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

আল ইমরান তার বক্তব্য ফিরিয়ে না নিলে পরবর্তীতে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে বলে জানান ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

 

সোনালী/ সা