ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৪:২০ পূর্বাহ্ন

কাউন্সিলর মতির অসুস্থ বাবার পাশে কাউন্সিলর বাবু

  • আপডেট: Wednesday, June 19, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির বাবা বীর মুক্তিযোদ্ধা শাহারিয়ার আলম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

তার অসুস্থতার খবর পেয়ে আজ বুধবার বিকালে তাকে দেখতে যান রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

এসময় তিনি মতির পরিবারের কাছে বীর মুক্তিযোদ্ধা শাহারিয়ার আলমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত রোগমুক্তির কামনা করেন।

সরিফুল ইসলাম বাবুর সঙ্গে এসময় নিউ গভ: ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও যুবমৈত্রীর নেতা রায়হান উদ্দীন হালিম উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর