ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:১৮ পূর্বাহ্ন

গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান সোহেলের ঈদ শুভেচ্ছা বিনিময়

  • আপডেট: Wednesday, June 19, 2024 - 12:00 am

ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

১৮ জুন (মঙ্গলবার) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, রাজশাহী জেলা আওয়ামী লীগের বানিজ্য বিষয়ক সম্পাদক মুক্তি, দেওপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক কামাল পাশা, পাকড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সোলেমান কবির প্রমুখ।

উল্লেখ, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা বেলাল উদ্দিন সোহেল। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দোয়াত কলম প্রতীকে ৬৭ হাজার ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

বেলাল উদ্দিন সোহেল উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ। এর আগে তিনি দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।