ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:৪১ অপরাহ্ন

কার নাম মুখ নিয়ে ঈদ নষ্ট করতে চান না অপু বিশ্বাস

  • আপডেট: Wednesday, June 19, 2024 - 10:00 am

অনলাইন ডেস্ক: অভিনেত্রী অপু বিশ্বাস কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রচার হচ্ছে। সে ধারাবাহিকতায় একটি সংবাদমাধ্যমের ঈদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস।

ভিডিওতে দেখা যায় বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ওই নামটা মুখে এনে ঈদের উৎসবটা মাটি করতে চাই না। ঈদের এই আনন্দের সময় ওই নাম নিবো না। আমি তার প্রসঙ্গে কিছু বলতেই চাই না।

অভিনেত্রী বলেন, আমি এক অনুষ্ঠানে ওই মানুষটাকে পচা আলু বলেছি। তার যোগ্যতা নেই যে আমি তাকে নিয়ে কিছু বলবো। যার যোগ্যতা নেই  তাকে নিয়ে কথা বলার যুক্তি নেই।

বছর শুরুতে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ট্র্যাপ’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে। গত বছর ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবেও নতুন সূচনা করেছেন অপু বিশ্বাস।

 

সোনালী/ সা