ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদের দিনেই কন্যা সন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

  • আপডেট: Tuesday, June 18, 2024 - 12:43 pm

অনলাইন ডেস্ক: ঈদুল আজহার দিনেই কন্যা সন্তানের বাবা হলে বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। পেস বোলিং এই অলরাউন্ডার প্রথমবারের মতো বাবা হয়েছেন। এমন আনন্দের খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।

২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সাইফউদ্দিন। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা তুজ জারা। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

২০১৭ সালের ৪ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ সাইফউদ্দিনের। তার পর থেকে দেশের হয়ে ২৯টি ওয়ানডে আর ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বল হাতে ৮৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৫৬৮ রান সংগ্রহ করেন।

যুক্তরাষ্ট্র আর ওয়েস্টি ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সাইফউদ্দিনর পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ তারকা পেসার তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করছেন তরুণ এই তারকা পেসার।

 

সোনালী/ সা