ঢাকা | জুন ২৬, ২০২৪ - ৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

সৌদি আরবে বন্ধুদের সঙ্গে শেষ দেখা হৃদয়ের

  • আপডেট: Sunday, June 16, 2024 - 2:51 pm

অনলাইন ডেস্ক: সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিদুয়ানুল হক হৃদয় (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওই দেশের আবাহা মাহাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ২নং ওয়ার্ডের পাড়ার বাসিন্দা হাসেম সওদাগরের ছেলে। চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের চাচা আব্বাস উদ্দিন জানান, শনিবার সৌদি আরব সময় রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে আবাহা মাহাইল নামক এলাকায় বন্ধুদের গাড়িতে তুলে দিয়ে রাস্তা পার হচ্ছিল হৃদয়। এসময় একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

তিনি আরও জানান, হৃদয় ওই এলাকায় তার আপন চাচার দোকানে চাকরি করত এবং দুই বছর আগে সৌদিতে পাড়ি জমান।

 

সোনালী/ সা