ঢাকা | মে ২, ২০২৫ - ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

  • আপডেট: Sunday, June 16, 2024 - 2:45 pm

অনলাইন ডেস্ক: বরিশালের গড়িয়ারপাড়ে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় ব্র‍্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহাগ (১৮) ও ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ছেলে। আহতরা হলেন- জিয়াউল করিম (৩৩), জাহাঙ্গীর মোল্লা (৪৫), একরামুল (২৬), আরিফ (৩০) ও ইমন (৩০)।

পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে ব্যাপারী পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিল। তখন গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক মহাসড়কে থামানো ছিল। এসময় দ্রুতগতির বাসটি থেমে থাকা ট্রাকের পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। বাসের সামনে অংশ দুমরে-মুচড়ে গেছে বলে জানান তিনি।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS