ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

যেভাবে উধাও পুকুরের ৮০ মণ মাছ, সিসিটিভিতে ভিডিও ধারণ

  • আপডেট: Sunday, June 16, 2024 - 2:53 pm

অনলাইন ডেস্ক: দিনাজপুরের হিলিতে একটি পুকুর থেকে ৮০ মণ মাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাকিমপুর থানায় অভিযোগ দিয়েছেন পুকুরের মালিক সিরাজুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত ১টার দিকে একই এলাকার সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির পুকুরে নেমে কুদ্দুস আলী পর্যায়ক্রমে ৮০ মণ মাছ চুরি করে বিক্রি করেন। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। চুরির দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা রয়েছে; এছাড়াও মাছুদুল ইসলাম ও গাউছুল আযম নামে দুইজন সাক্ষী রয়েছেন। পরে মাছ চুরির বিষয়ে জানতে গেলে কুদ্দুস আলী মালিক সিরাজুলের ওপর ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দেন।

হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, মাছ চুরির বিষয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সোনালী/ সা