ঢাকা | জুন ২৬, ২০২৪ - ৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

মধ্যরাতে র‌্যাবের অভিযান, বিপুল টাকাসহ গ্রেফতার ২৪ জুয়াড়ি

  • আপডেট: Sunday, June 16, 2024 - 2:57 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় জুয়ার আসর থেকে নগর টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ শুক্রবার দিবাগত রাতে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘর থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় ৬ সেট প্লেয়িং কার্ড, ৫২টি বিভিন্ন রঙের তাস, নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা, ১টি সাধারণ ল্যাপটপ ও ১টি অ্যাকসেস মডেলের ল্যাপটপ উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গভীর রাতে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘরে জুয়া খেলা চলছে। পরে অভিযান চালিয়ে ২৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা একাধিক জুয়ার বোর্ডে জুয়া খেলারত ছিলেন। তারা সবাই পেশাদার জুয়াড়ি বলে র‌্যাব নিশ্চিত করেছে।

গ্রেফতাররা হলেন- নগরীর চন্ডিপুর এলাকার মোহাম্মাদ আলীর ছেলে আলী হাসান তুষার (৩৩), দাসপুকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মমিন (৩৫), ভাটাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫২), চন্ডিপুর এলাকার আক্তার হোসেনের ছেলে ইনজামুল হক (২৪), ভাটাপাড়ার ফজলুর রহমানের ছেলে সেলিম রহমান (৫২), চন্ডিপুর এলাকার মুজদার আলীর ছেলে রাকিব এহসান সৌরভ (২৭), লক্ষীপুরের ইলিয়াসের ছেলে শফিকুল ইসলাম (৪০), চন্ডিপুর এলাকার হোসেন খানের ছেলে এনায়েত উল্লাহ খান (৪৫), লক্ষ্মীপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মাসুম আহমেদ (৪৮), কাজিহাটা এলাকার আহমেদ হোসেনের ছেলে জুলফিকার হোসেন (৪৩), ভাটাপাড়া এলাকার গোলাম নবীর ছেলে রেন্টু (৩৫), কাজিহাটা এলাকার সুলতান গাজির ছেলে সজল গাজি (৩২) ও জালাল শেখের ছেলে সেলিম শেখ (৪৪), চন্ডিপুরের শহিদুলের ছেলে জাহিদুল ইসলাম (৪৮), বুলনপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন আলী (৪০), পদ্মা আবাসিক এলাকার গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৫৮), কর্ণহার এলাকার কাজিমুদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৬), রানীদিঘী এলাকার মুজাহিদ হোসেনের ছেলে মিনহাজ হোসেন (৩৫), কাটাখালি বাজার এলাকার আকরাম আলীর ছেলে আব্দুল হাদি (৩৫), টাঙ্গণ এলাকার মোহনলালের ছেলে সেলিম রেজা (৩৭), কাটাখালি এলাকার মহসিন আলীর ছেলে রবিউল ইসলাম (৪৪), ষষ্টিতলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে চারু সিদ্দিক (৩২), কাদিরগঞ্জ এলাকার হুমায়ুন কবীরের ছেলে মাহবুব আলম (৪০) ও বড়বনগ্রাম এলাকার খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৯)।

গ্রেফতারের পর তারা র‌্যাবের কাছে স্বীকার করেন ক্লাব ঘরের মধ্যে তারা প্রতিনিয়ত জুয়া খেলতেন। ওই এলাকার মুর্শিদ কামাল রানার ঘর ভাড়া নিয়ে আলী হাসান তুষার সিন্ডিকেট এ জুয়া খেলা পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সোনালী/ সা