ঢাকা | জুন ২৬, ২০২৪ - ৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

অসহায় দুস্থদের মাঝে রাবি ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ

  • আপডেট: Sunday, June 16, 2024 - 10:22 pm

রাবি প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ।

রবিবার (১৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিম্নশ্রেণির কর্মচারীসহ অসহায় সাধারণ মানুষদেরকে ৬০টি লুঙ্গি ও ৬০টি শাড়ি প্রদান করেন তাঁরা।

এ বিষয়ে রাবি ছাত্রলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

আমাদের বিশ্বাস, এই ছোট্ট প্রয়াস তাদের মুখে হাসি ফোটাবে এবং ঈদ উদযাপনে নতুন রঙ যোগ করবে। আমাদের সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে, তবেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগসহ অন্যান্য নেতা কর্মীরা।