ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

আজ জামারাতে পাথর নিক্ষেপ করবেন হাজিরা

  • আপডেট: Sunday, June 16, 2024 - 2:42 pm

অনলাইন ডেস্ক: সৌদি আরবে আজ জিলহজ মাসের ১০ তারিখ। মিনায় বড় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করবেন হাজিরা।

মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের ১০ জিলহজ পর্যায়ক্রমে তিনটি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশে পশু কুরবানি ও মাথা মুণ্ডন করা। এরপর ১১ জিলহজ তিনটি শয়তানকে ২১টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের সবকটি ফরজকাজ সম্পন্ন হবে।

 

সোনালী/ সা