ঢাকা | জুন ২৪, ২০২৪ - ১:২৭ পূর্বাহ্ন

ঈদযাত্রায় প্রিয়জনের অবস্থান জানতে পারবেন হোয়াটসঅ্যাপের ফিচারে

  • আপডেট: Saturday, June 15, 2024 - 11:31 am

অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষজন। এ সময় প্রিয়জন ঠিকমত যানবাহনে উঠতে পেরেছে কিনা, কোথায় অবস্থান করছে এস বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকেই। কিন্তু প্রিয়জন কোথায় আছে, বাড়ির কাছাকাছি চলে এসেছে কি না এর সহজ সমাধান দিতে পারে মেটার মালিকানাধীন জনপ্রিয় প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ এর ‘লাইভ লোকেশন’ ফিচার।

হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

– প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।

– যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন।

– এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন।

– সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন।

– আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে।

– নিজের ইচ্ছামতো সময়সীমাও বেছে নিতে পারবেন। সেই সময় পর্যন্ত আপনার লোকেশন জানতে পারবেন।

এ পদ্ধতিতে আপনি বা যার লোকেশন শেয়ার করছেন তিনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন তা শেয়ার হয়ে যাবে। এই লাইভ লোকেশন শেয়ার মেয়াদ সর্বনিম্ন ১৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।

সোনালী/ সা