ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৫:২৪ পূর্বাহ্ন

রাজশাহীর মাঠে গড়াবে বিপিএল

  • আপডেট: Friday, June 14, 2024 - 6:17 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো হবে। সেখানে অনুষ্ঠিত হবে বিপিএলের খেলা।

বুধবার জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এ সময় তিনি শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো এবং বিপিএলের খেলা আয়োজনের কথা জানান। নিঃসন্দেহে এটি ক্রীড়াপ্রেমীসহ রাজশাহীবাসীর জন্য আনন্দের খবর। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

 

সোনালী/ সা