ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
অনলাইন ডেস্ক: ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পয়েন্টে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। এতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পয়েন্টে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, বৃষ্টির কারণে মাঝে কিছুটা ধীরগতি হয়। গাজীপুরসহ আশপাশের সব শিল্পকারখানা আজ ছুটি হওয়ার কথা রয়েছে। কারখানা ছুটি হলে বিকালে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা আছে।
এই কর্মকর্তা বলেন, মহাসড়কে যানজট নিরসনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। রেকার মজুত রাখা হয়েছে যাতে কোনো যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে নেওয়া যায়। এছাড়া মোটরসাইকেলে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন।
সোনালী/ সা