ঢাকা | মে ১৪, ২০২৫ - ৩:০১ অপরাহ্ন

শিরোনাম

‘ওকে পেটাতে হবে, টুটি চেপে ধরতে হবে, যাতে আর কেউ সাহস না পায়’

  • আপডেট: Friday, June 14, 2024 - 3:55 am

যমুনার সাংবাদিক শিবলী নোমানকে ফেসবুকে প্রকাশ্য হুমকি

স্টাফ রিপোর্টার: ‘ওকে পিটাতে হবে, টুটি চিপে ধরতে হবে, যাতে আর কেউ (সংবাদ প্রচার বা প্রকাশ) করতে সাহস না পায়।’

যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক শিবলী নোমানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নাম উল্লেখ করে লাগাতার এভাবেই প্রকাশ্যে হুমকি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ বিষয়ে নিরাপত্তা ও ঘটনার বিহিত চেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান।

গত মঙ্গলবার থেকে আমানা গ্রুপের বিতর্কিত ব্যবসায়িক কর্মকাণ্ড ও বিদেশি কোম্পানিতে তাদের রহস্যময় সম্পৃক্ততা নিয়ে শিবলী নোমানের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়।

জিডিতে শিবলী সন্দেহ প্রকাশ করেন, প্রকাশিত ওই প্রতিবেদনের সূত্র ধরেই ফেসবুকে তাকে ‘পিটিয়ে মারা’ বা ‘গলা চেপে ধরা’র মতো এমন হুমকি দেয়া হচ্ছে। জিডিতে তিনি হুমকিদাতাদের সামাজিক মাধ্যমের লিংকগুলো ও স্ক্রিনসটের কথাও উল্লেখ করেন।

শিবলী নোমান গত প্রায় ২৪ বছর ধরে সাংবাদিকতা করছেন। আজকের কাগজ, সমকাল, চ্যানেল টোয়েন্টিফোর হয়ে তিনি এখন যমুনা টেলিভিশনে কাজ করছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS