ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৩৩ পূর্বাহ্ন

পবায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • আপডেট: Thursday, June 13, 2024 - 7:15 pm

স্টাফ রিপোর্টার: পবায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সমাপনী খেলায় চ্যাম্পিয়ন কাটাখালী পৌরসভার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৭-৪ গোলে হরিপুর ইউনিয়নের ভাদু শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে বিজয়ী হন।

এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নওহাটা পৌরসভার মদনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে দামকুড়া ইউনিয়নের শিতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে বিজয়ী হন।

বৃহস্পতিবার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে এই খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সমাপনী খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুল হক, ইউডিএফ জাকিয়া সুলতানা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।