ঢাকা | মে ১৫, ২০২৫ - ৬:১০ অপরাহ্ন

বাঘায় গৃহবধূ ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 12, 2024 - 10:10 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় এক সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে আসামি শাওন হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তার জামিন না মঞ্জু করে জেল হাজতে পাঠায়।

ধর্ষণ মামলার আসামি উপজেলার বাজুবাঘা ইউপি’র চন্ডিপুর (মিয়াপাড়া) গ্রামের আজগর আলীর পুত্র। এ ব্যপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সোহেব খাঁন জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় ভিকটিমের স্বামী-সন্তান এলাকার পীরগাছা বাজারে যায় এবং ভিকটিম একাকী নিজ বাড়িতে থাকায় আসামি শাওন হোসেন ভিকটিমের শয়ন ঘরে প্রবেশ করে ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করে।

এসময় ধর্ষিতার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে ধর্ষককে আটক করে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত আসামিকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে থানায় একটি সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ধর্ষণ মামলার আসামি শাওন হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS