ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৮:২৮ অপরাহ্ন

পুড়ে ছাই কোরবানির জন্য প্রস্তুত ১৩ গরু

  • আপডেট: Wednesday, June 12, 2024 - 1:11 pm

অনলাইন ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে ঈদের জন্য প্রস্তুত করা ১৩টি গরু। একইসঙ্গে গরুর খামারের পার্শ্ববর্তী একটি খামারের সাড়ে ৩ হাজার মুরগিও পুড়ে মারা গেছে। বুধবার (১২ জুন) ভোরে উপজেলার উমেদপুরের মিলন মুন্সির গরুর খামারে এ আগুনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের উমেদপুর ইউনিয়নের কালিখোলা বাজার এলাকায় মিলন মুন্সির গরুর খামারে রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আগুন জ্বলতে দেখেন। এ সময় ওই খামারে ১৪টি গরু বাঁধা ছিল। রশি ছিঁড়ে একটি গরু ছুটে বের হয়ে গেলেও আগুন নেভানোর আগেই অন্য ১৩টি গরু পুড়ে মারা যায়। এ ছাড়াও পার্শ্ববর্তী খামারে থাকা সাড়ে ৩ হাজার মুরগি আগুনো পুড়ে মরা যায়।

ক্ষতিগ্রস্ত খামার মালিক মিলন মুন্সি বলেন, এ বছর কোরবানির ঈদের জন্য বিক্রি করতে এই গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। বুধবার বিভিন্ন হাটে গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই আগুনে খামারের ১৩টি গরু ও পাশে রাখা মুরগির খামারের সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। এতে আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

সোনালী/ সা