ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:০০ পূর্বাহ্ন

চাঁপাই থেকে ঢাকা’র উদ্দ্যেশে ছেড়ে গেল ক্যাটেল স্পেশাল ট্রেন

  • আপডেট: Wednesday, June 12, 2024 - 10:19 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ৪র্থ বারের মত এবার পদ্মা সেতু হয়ে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা’র উদ্দ্যেশে ৮০টি গবাদি পশু নিয়ে ছেড়ে গেল ক্যাটেল স্পেশাল ট্রেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ক্যাটেল স্পেশাল ট্রেনটি ছেড়ে পথিমধ্যে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, ঈশ^রদী, পোড়াদহ, রাজবাড়ি, ফরিদপুর, ভাঙ্গা রেলস্টেশন হয়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌছাবে। আর প্রথমদিনে ট্রেনে ৭১ টি গরু এবং ৯টি ছাগল বুকিং হয়ে ঢাকা গেল।

তিনি আরও জানান, ঈদুল আজহাকে সামনে রেখে খামারিদের ভোগান্তি কমাতে স্বল্প খরচে পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেনটিতে প্রতিটি গরু পরিবহনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৭৩ টাকা ৫০ পয়সা। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে।

আর প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৪৭০ টাকা। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আগামী ১৪ জুন পর্যন্ত এই বিশেষ ট্রেনটি চলাচল করবে।