ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১:০১ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর ১৯ উপজেলা চেয়ারম্যানের শপথ

  • আপডেট: Wednesday, June 12, 2024 - 12:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের ১৯ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ নিয়েছেন। পাশাপাশি এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এসব জনপ্রতিনিধিদের সততার সঙ্গে কাজ করার আহবান জানান।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১১ মে রাজশাহী বিভাগের এ ১৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর; জয়পুরহাটের জয়পুরহাট সদর ও পাঁচবিবি; বগুড়ার দুপচাঁচাচিয়া, আদমদীঘি ও কাহালু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; নাটোরের লালপুর ও বাগাতিপাড়া; সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ এবং পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর।

 

সোনালী/ সা