ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৫:৩৫ অপরাহ্ন

পবায় ডিপ অপারেটর ও কৃষকদের প্রশিক্ষণের সমাপনী

  • আপডেট: Tuesday, June 11, 2024 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: পবায় তিন দিনব্যাপি কৃষক, ডিপ অপারেটর এবং ডিলারগণের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পবা জোনের আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে পার্টনার প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

বিএমডিএ রাজশাহী রিজিয়ন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার বিএমডিএ এজেন্সি ডিরেক্টর প্রকৌশলী ড. আবুল কাসেম।

বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ প্রধান কার্যালয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শমসের আলী, বিএমডিএ প্রধান কার্যালয় নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা বিএমডিএ সহকারি প্রকৌশলী জামিনুর রহমান। উপস্থিত ছিলেন পবা উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকার কৃষক, ডিপ অপারেটর ও ডিলারগণ।