ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৫:৫৫ পূর্বাহ্ন

সকালের মধ্যে ঝড় হতে পারে রাজশাহীতে

  • আপডেট: Tuesday, June 11, 2024 - 10:55 pm

অনলাইন ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বর্ষা। প্রকৃতিতে এখন ঝড়বৃষ্টির পরিমাণ বাড়ছে। দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে প্রতিদিনই ঝরছে বৃষ্টি।

এ অবস্থায় মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৮টা থেকে বুধবার (১২ জুন) সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় জানানো হয়, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।