ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৫ - ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম

বিরল রোগে আক্রান্ত তাহসান

  • আপডেট: Sunday, June 9, 2024 - 11:09 am

অনলাইন ডেস্ক: বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। চিরতরে কণ্ঠস্বরও হারাতে পারেন বলে জানিয়েছেন তিনি।

বলেছেন, ‘আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার গলায় সমস্যা আছে’-সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন এ কণ্ঠশিল্পী।

কণ্ঠনালির বিরল রোগ হেটেরোটোপিয়ায় আক্রান্ত তিনি। ছয় বছর আগে রোগটি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসা চলছে। এ জন্য অনেকদিন গাইতেও পারেননি তিনি।

এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘ছোটবেলায় গান শিখেছি বাবা মায়ের অনুপ্রেরণায়। গান গাইতে পারাটা যে একটা আশীর্বাদ, এটা খুব বেশি অনুভব করতাম না। কিন্তু একটা সময়ে হেটেরোটোপিয়া নামক এক রোগ ধরা পড়ে আমার কণ্ঠনালিতে, ২০১৮ সালের দিকে শুরু।

এ সমস্যায় গলার গঠন পরিবর্তন হয়ে যায়, গান গাওয়ার ক্ষমতা কমে যায়। এরপর থেকে কণ্ঠনালির সমস্যার কারণে আগের মতো আর অনায়াসে গাইতে পারি না। এক সময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই।

যখন এটা প্রকট হয় একবারেই গাইতে পারি না। আর এ কারণে গান অনেক কমে গেছে।’

তিনি জানিয়েছেন, মেডিক্যাল টার্মে তার এ রোগ কখনো সারবে না। কণ্ঠস্বর যতটা খারাপ হয়ে গেছে তা কোনোদিন ঠিকও হবে না। তবে যতটুকু ভালো আছে সেটা যাতে আর নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখছেন এ গায়ক।

 

সোনালী/ সা