ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৯:৩৮ অপরাহ্ন

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট: Sunday, June 9, 2024 - 11:04 am

অনলাইন ডেস্ক: পাবনায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথারি গুলি করে।

এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, হত্যার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছেনা। পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।

এ দিকে হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

সোনালী/ সা