ঢাকা | মে ১০, ২০২৫ - ১:০১ পূর্বাহ্ন

এমপি আনার হত্যা: অবশেষে খাল থেকে হাড়গোড় উদ্ধার

  • আপডেট: Sunday, June 9, 2024 - 12:49 pm

অনলাইন ডেস্ক: সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেফতার সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে সিআইডি। রোববার সকালে ভাঙড় এলাকা থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, নিউটাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাংক থেকে ৪-৫ কেজি ছোট ছোট মাংসের টুকরা উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস কি আনোয়ারুলেরই, তা জানতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিআইসি সূত্রে খবর। হাড়গুলো যদি সত্যিই এমপি আনারের হয় তাহলে সেটা হবে এই মামলায় সিআইডি তদন্তে বড় অগ্রগতি।

এর আগে নেপাল থেকে সিয়ামকে গ্রেফতার করে কলকাতা সিআইডি। শনিবার তাকে বারাসত আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিন রিমান্ডের নির্দেশ দেন। তারপর রোববার সকালেই সিয়ামকে নিয়ে কৃষ্ণমাটিতে পৌঁছে এই হাড়গোড় উদ্ধার করেন সিআইডি কর্মকর্তারা।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS