ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৫:৪২ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের অসুস্থ স্ত্রীকে দেখতে যুবমৈত্রীর নেতৃবৃন্দ 

  • আপডেট: Friday, June 7, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: কাশিয়াডাঙ্গা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজের স্ত্রী সায়েদা খাতুন অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সায়েদা খাতুন মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সোহেল জুবেরী সুজনের মা।

এদিকে গতকাল শুক্রবার বিকালে সায়েদা খাতুনের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে যান মহানগর যুবমৈত্রীর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

এসময় তিনি অসুস্থ সায়েদা খাতুনের পরিবারের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় মহানগর যুবমৈত্রীর সহ-সভাপতি হাফিজুর রহমান সাগর, যুবনেতা বাঁধন শেখ, যুবনেতা কাউসার আলী, যুবনেতা আলফাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর