ঢাকা | জুলাই ২, ২০২৫ - ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে শিশুশ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 6, 2024 - 11:10 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে ‘শিশুশ্রম নিরসন’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। সেমিনারে রাজশাহীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

এ ছাড়া সেমিনারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, প্রাণ এগ্রো লিমিটেড, এসএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা শিশুশ্রমের কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিশুশ্রমের জন্য আর্থিক অসচ্ছলতা, বৃহৎ পরিবার, পারিবারিক ভাঙন, বেকারত্ব, সস্তা শ্রম, শিক্ষা ও সচেতনতার অভাবকে দায়ী করা হয়। সেমিনারে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম কমেছে। তবে সার্বিকভাবে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূলের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS