ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১০:১৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাত

  • আপডেট: Wednesday, June 5, 2024 - 7:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনের সাথে বুধবার দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেছেন।

এসময় তারা রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। রাষ্ট্রপতি ধৈর্য্য সহকারে তাদের কথা শোনেন। তিনি রাবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এই সাক্ষাতকালে উপাচার্য রাবির দ্বাদশ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় সম্মতির অনুরোধ জানালে তিনি ২৮ নভেম্বর ২০২৪ সমাবর্তনে উপস্থিত থাকবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেন।

পরে উপাচার্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে রাবির বার্ষিক প্রতিবেদন হস্তান্তর ও স্মারক উপহার প্রদান করেন।