ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৮:১৮ পূর্বাহ্ন

বাঘায় লাভলু, চারঘাটে মামুন চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট: Wednesday, June 5, 2024 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের পর রাতে বাঘা ও চারঘাট উপজেলার ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে বাঘা উপজেলায় ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাড. লায়েব উদ্দিন লাভলু ও চারঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন কাজী মাহমুদুল হাসান মামুন।

বাঘায় অ্যাড. লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩২ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রকনুজ্জামান রিন্টু আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ২৯৯।

অপরদিকে চারঘাটে কাজী মাহমুদুল হাসান মামুন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩২ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৪১। আরেক প্রার্থী গোলাম কিবরিয়া ঘোড়া প্রতীকের পেয়েছেন ২২ হাজার ২১০ ভোট।

সোনালী/জেআর