ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

  • আপডেট: Wednesday, June 5, 2024 - 7:15 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৪৭) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের নালন্দা পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। মরদহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পুকুর পাড়ের বাসিন্দা আশরাফ আলী সকালে জমিতে কাজ সেরে পুকুরে হাত-পা ধোয়ার জন্য আসেন।

এসময় পুকুরে একটি জামা ভাসতে দেখে হাত দিয়ে টানলে জামার সাথে সাথে মরদেহটি ভেসে আসে। এমন ঘটনায় তিনি ভয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে পুকুর পাড়ে।

পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি মাইদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে গত মঙ্গলবার রাতের যেকোন সময় পানিতে ডুবে প্রাণ হারায় ওই যুবক। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।