ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৫:১১ অপরাহ্ন

শিরোনাম

বাগমারায় আইএফআইসি ব্যাংকের স্বাক্ষরতা কর্মসূচি

  • আপডেট: Wednesday, June 5, 2024 - 6:35 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় আইএফআইসি ব্যাংক পিএলসি তাহেরপুর শাখার উদ্যোগে মানুষকে ব্যাংকমূখী ও ব্যাংকিং বিষয়ে সবাইকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার তাহেরপুর রিভারভিউ গার্লস হাইস্কুল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আইএফআইসি ব্যাংক পিএলসি তাহেরপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- তাহেরপুর রিভারভিউ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী কম্পিউটার শিক্ষক কৃষ্ণা রানী প্রামানিক, ব্যাংকের তাহেরপুর শাখার লোন বিভাগের অফিসার শাহরিয়ার অর্ণব, বিশিষ্ট ব্যবসায়ী হাসেম আলী ও বায়েজিদ রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে তাহেরপুর পৌর এলাকার বিভিন্ন শে্িরণ-পেশার সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS