ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:২৬ অপরাহ্ন

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খালাসি নিহত

  • আপডেট: Tuesday, June 4, 2024 - 10:52 am

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে পূর্ববিরোধের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আজিম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানাধীন চাড়িয়াপাড়ার বরফকল এলাকায় এ ঘটনা ঘটে।

আজিম চাঁদপুর জেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের বাড়িসংলগ্ন আবছারের ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় জাহাজে খালাসি ছিলেন আজিম।

ডবলমুরিং মডেল থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে একদল কিশোর বরফকল এলাকায় কাউন্সিলর জাবেদের ভাড়া ভবনের সামনে এসে আজিমকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, পূর্ব দ্বন্দ্বের জেরে চাড়িয়াপাড়া এলাকায় একদল কিশোর ছুরিকাঘাত করে আজিম নামে এক যুবককে খুন করা হয়েছে। স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোঘণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

 

সোনালী/ সা