ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

মোদির চেয়েও ভূমিধস বিজয় রাহুলের

  • আপডেট: Tuesday, June 4, 2024 - 10:22 pm

অনলাইন ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে ভোটপ্রাপ্তির হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও বড় জয় তুলে নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ দুই আইকনিক নেতা উত্তর প্রদেশে লড়েছেন। নিজ নিজ আসনে জয়ীও হয়েছেন দু’জনই।

তবে মোদির চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী। অন্যদিকে, এ যাবতকালের সবচেয়ে কম ভোট পেয়ে জয়ী হয়েছেন মোদি। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা যায়, উত্তর প্রদেশের বারাণসীতে দাঁড়ানো মোদি ৫ লাখ ৬০ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী ও উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাইয়ের চেয়ে ১ লাখ ৫২ হাজার ৫১৩ ভোট বেশি পেয়েছেন। এটি এই আসনে মোদির টানা তৃতীয় জয় হলেও গত নির্বাচনের চেয়ে এবার কমেছে তাঁর ভোট।

তথ্য বলছে, বারাণসীতে এবার মোদির ভোট কমেছে ৯ শতাংশের বেশি। মোদি এবার পেয়েছেন ৬ লাখ ১২ হাজার ৯৭০, যা মোট কাস্ট হওয়া ভোটের ৫৪.২৪ শতাংশ। অন্যদিকে অজয় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট বা ৪০.৭৪ শতাংশ। ২০১৯ সালে মোদি পেয়েছিলেন ৬৩.৬২ শতাংশ ভোট।

এর আগে ২০১৪ সালের নির্বাচনে মোদি আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে ৪ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর ২০১৯ সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবের চেয় ৪ লাখ ৮০ হাজারেরও বেশি ভোটে জয় তুলে নিয়েছিলেন। কিন্তু এবার তিনি মাত্র দেড় লাখ ভোট বেশি পেয়েছেন, যা তাঁর ভোটের লড়াইয়ের সর্বনিম্ন জয়।

অন্যদিকে, একই প্রদেশের রায়বেরেলিতে দাঁড়ানো রাহুলের ভূমিধস বিজয় হয়েছে। আসনটিতে প্রায় ৪ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে। এই আসনে রাহুল পেয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ২৬১ ভোট। অন্যদিকে মোদির সমর্থিত দীনেশ প্রতাপ সিং পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৬৪৬ ভোট।

এই আসন ছাড়াও কেরালা রাজ্যের ওয়ানাদেও বড় বিজয় তুলে নিয়েছেন রাহুল। নির্বাচন কমিশনের তথ্যানুসারে, গান্ধী পরিবারের এ সদস্য আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাড়ে ৩ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। এখানে রাহুল পেয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোট। অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ২৩ ভোট।

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এ আসনে বিশাল সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন রাহুল। সেবার ১০ লাখ ৯২ হাজার ১৯৭ ভোটের মধ্যে তাঁর পক্ষেই পড়েছিল ৭ লাখ ৬ হাজার ৩৬৭ ভোট।

Hi-performance fast WordPress hosting by FireVPS