ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:২৫ অপরাহ্ন

বাঘায় ঝড়ে গাছের নিচে পরে তিন জন নিহত, আহত চার

  • আপডেট: Tuesday, June 4, 2024 - 11:22 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মঙ্গলবার রাত সোয়া আটটায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে ঝড়ে উপড়ানো বট গাছের নিচে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

নিহতরা হলেন- মুরাদের ছেলে জালাল উদ্দিন, (৪০), রিয়াজের ছেলে,জাকিরুল (৩০) ও সেন্টু হোসেন (৪০)।

আহতরা হলেন- তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল ও জান মোহাম্মদের ছেলে আজগর।

এদের সবার বাড়ি চক বাউসা গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এসারুল্লাহ জানান মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়। এ সময় একটি বটগাছ উপরে পড়লে তারা গাছের নিচে পড়ে যায়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন।