ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৮:৩৩ পূর্বাহ্ন

শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা

  • আপডেট: Monday, June 3, 2024 - 12:45 pm

অনলাইন ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ হবে আগামী ৫ জুন। এ উপলক্ষে দেশের ৫৮টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৫ জুন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরই মধ্যে তিন ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৫ জুন চতুর্থ ও শেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২০ উপজেলার ভোট আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে।

 

সোনালী/ সা