ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:৪০ পূর্বাহ্ন

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই: প্রতিমন্ত্রী

  • আপডেট: Monday, June 3, 2024 - 10:43 am

অনলাইন ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ থেকে ‘আলাদিনের চেরাগ’ ছাড়া রক্ষা পাওয়ার উপায় নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।  প্রতিমন্ত্রী রোববার কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাপুর হাইস্কুল মাঠে বিকালে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় নিয়েই আমাদের বসবাস করতে হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় নেই ‘আলাদিনের চেরাগ’ ছাড়া। তারপরও শেখ হাসিনার নেতৃত্বে নদীভাঙন এলাকাতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও ড্রেজিং করে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছি। অতীতে কোনো সরকার কিন্তু কোনো কাজ করেনি।

এর আগে দুপুরে হেলিকপ্টারে চড়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, গবা ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।

পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হেলিকপ্টারে চড়ে কুড়িগ্রাম ত্যাগ করেন।

এর আগে প্রতিমন্ত্রী গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও সুধী সমাবেশে বক্তব্য দেন।

 

সোনালী/ সা