নিরাপদ মাতৃত্ব প্রত্যেক মায়েরই অধিকার: এমপি আসাদ
স্টাফ রিপোর্টার: নিরাপদ মাতৃত্ব প্রত্যেক মায়েরই অধিকার বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
সোমবার মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ-সার্ভিসেস ইউনিট এই কর্মশালায় সহযোগিতা করেন।
সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন, নিরাপদ মাতৃত্ব প্রত্যেক মায়েরই অধিকার। একজন সুস্থ মা-ই পারে একজন সুস্থ সন্তান জন্ম দিতে। আর অনাগত এ সন্তানটিই দেশের ভবিষ্যৎ। সুতরাং মাতৃস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অবহেলা করার সুযোগ নেই।
কর্মশালায় মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাসের সভাপতিত্বে সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রাফিউন নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার ফাতেমাতুজ জোহুরা।
কর্মশালয় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা রাজশাহীর পরিচালক দেওয়ান মোরর্শেদ কামাল, উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, সহকারী পরিচালক (সিসি)ও রিজিওনাল কনসালটেন্ট ড. মাহবুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, বিএমডিএ সহকারী পরিচালক জিএফ হাসানুল ইসলাম ফারুক, মোহনপুর থানার তদন্ত ওসি আছের আলী।