ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:২৯ অপরাহ্ন

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ওয়েস্ট ইন্ডিজের

  • আপডেট: Monday, June 3, 2024 - 11:02 am

অনলাইন ডেস্ক: জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০১২ ও ২০১৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ আজ, পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের নবম আসর শুরু করে।

রোববার ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আইসিসির সহযোগী সদস্য পাপুয়া নিউগিনিকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাট করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া পাপুয়া নিউগিনি শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে ৪৩ বলে ৬টি চার আর এক ছক্কায় ৫০ রান করেন সেসে বাউ। ১৮ বলে তিন বাউন্ডারিতে ২৭ রান করেন কিপলিং ডোরিগা। ২২ বলে ২১ রান করেন আসাদ ভালা।

১২০ বলে ১৩৭ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও ৫ উইকেট হারায় উইন্ডিজ। শুধু তাই নয়! পাপুয়া নিউগিনির মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে এই মামুলি তাড়া করতে নেমে ১৯ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের ৬ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ে ২ পয়েন্ট অর্জন করে ক্যারিবীয়রা। দলের জয়ে ২৭ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন রোস্টন চেজ। এছাড়া ২৯ বেলে ৩৪ রান করেন ওপেনার ব্রান্ডন কিং।

সোনালী/ সা