ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:০১ অপরাহ্ন

বাগমারায় শত্রুতা করে তিনশ কালগাছ নিধন

  • আপডেট: Sunday, June 2, 2024 - 8:00 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় শত্রুতা করে এক কৃষকের তিনশ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, তাহেরপুর পৌরসভার খয়রা মহল্লার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আফজাল সোহেনের সৎ মা ও সৎ ভাইদের সঙ্গে পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এই বিরোধের জের ধরে শুক্রবার আফজাল হোসেনের বাগানের তিনশটি কলাগাছ শত্রুতা করে দুর্বৃত্তরা কেটে ফেলে।

থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।