ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৩:৩১ পূর্বাহ্ন

ট্রাকচাপায় প্রাণ গেল যুবলীগ কর্মীর

  • আপডেট: Sunday, June 2, 2024 - 11:22 am

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী একটি ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. ইসলাম ভুট্টু (৪৬) নামের এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে।  শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগকর্মী কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিসপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রামট্রাক পৌরবাজার এলাকায় পৌঁছলে কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টু নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

 

সোনালী/ সা